শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হাওরাঞ্চলের দুর্গতদের নিয়ে রাজনীতি করছে বিএনপি হানিফ

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দুর্গত মানুষকে নিয়ে বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে বিএনপি অব্যাহতভাবে মিথ্যাচার করে যাচ্ছে। পানিবন্দি হাওর এলাকায় তারা সহায়তার বদলে দুর্গত মানুষদের নিয়ে রাজনীতি করছে। এটা দুর্ভাগ্যজনক, লজ্জাকর।
বিএনপিকে মানসিক প্রতিবন্ধী দল আখ্যায়িত করে এ ধরনের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। হানিফ বলেন, বিএনপি বিভিন্ন সময়ে অসংলগ্ন, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে জনগণের কাছে মানসিকভাবে প্রতিবন্ধী ও বিকারগ্রস্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হানিফ। গত বৃহস্পতিবার দুর্গত হাওর এলাকা ঘুরে এসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অথর্ব ম্যানেজার হিসাবে আখ্যায়িত করে হানিফ বলেন, তারা ক্ষমতায় থাকতে দেশের উন্নয়নে অদক্ষতা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর ভুটানে অটিজম সম্মেলনে যোগ দেয়া নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে হানিফ বলেন, অটিজম শিশুদের অনেকই মেধাবী। তাদের জন্য উদ্যোগ নেয়া হলে তারা সমাজের জন্য অবদান রাখতে পারবেন। এ জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল যে দায়িত্ব নিয়েছেন, তা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। এ নিয়ে বিএনপির এখন গাত্রদাহ। আসলে বিএনপি মানসিকভাবেই প্রতিবন্ধী হয়ে গেছে, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে।
বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে নেয়ার চেষ্টা করতে আওয়ামী লীগের প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আহŸান জানিয়েছেন এর প্রতিক্রিয়ায় হানিফ বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি যদি মনে করে নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের রায় পরীক্ষা করতে চান, তা তারা করতে পারেন। বিএনপির নির্বাচনে অংশ নেয়া এবং না নেয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। এই সিদ্ধান্ত নেয়া বিএনপির বিষয়। তবে আমরা আশাকরি সব রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিবে।
হানিফ বলেন, আমরা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনার দুর্গত অঞ্চল ঘুরে এসেছি। সেখানে পাহাড়ি ঢলে প্রায় ৮০ ভাগ ফসল নষ্ট হয়ে গেছে। আমরা দুর্গত এলাকায় সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছি। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া চলছে। আগামী সাত দিন যাতে হাওর অঞ্চলে মাছ ধরা না হয় হাওর অঞ্চলের মানুষকে সেই আহŸান জানিয়েছি। দুর্গত এলাকার মানুষদের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখা হবে জানিয়ে তিনি বলেন, দুর্গত এলাকায় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলোকে আহŸান জানিয়েছি আপাতত ঋণের সাপ্তাহিক টাকা না নিতে।
তিনি বলেন, দুর্গত এলাকা ঘুরে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা সরকারের উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, হাওরাঞ্চলে নির্মাণাধীন বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। নির্মাণাধীন ওই বাঁধে দুর্নীতি হয়েছে আমরা শুনেছি। তবে এ বিষয়টি তদন্ত চলছে। ওই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ছাড় দেয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহর লাইলী, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আব্দুস সবুর, আফজাল হোসেন,  রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন