শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষে মসজিদে গাউছুল আজমে আলোচনা ও মিলাদ মাহফিল

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ পবিত্র শব-ই-মিরাজ উপলক্ষে মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে বিশেষ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে শব-ই-মিরাজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মূল্যবান আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক আলহাজ আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী। এছাড়াও আলোচনা করবেন হাফেজ মাওলানা নূরুল হক, পেশ ইমাম, মসজিদে গাউছুল আজম ও হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইমাম, মসজিদে গাউছুল আজম। আলোচনা ও মিলাদ শেষে দোয়া-মুনাজাত পরিচালনা করবেন দেশবরেণ্য আলেমে দ্বীন, গুলশান কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ মাওলানা শামছুল হক। মাহফিলে মহিলাদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। মাহফিলে দল মত নির্বিশেষে সকল আশেকে রাসুল ভাই ও বোনদের অংশগ্রহণের জন্য মসজিদ কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন