বাংলা ভাষা ও সাহিত্য
শামসুল আলম
প্রভাষক
ক্যারিয়ার গাইডলাইন
‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
ক) আলাওল খ) সৈয়দ হামজা
√গ) ফকির গরীবুল্লাহ ঘ) রেজাউদ্দৌলা
‘হাঁসুলি বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা?
ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
√গ) তারাশঙ্কর বন্ধ্যোপাধ্যায়ঘ) সৈয়দ মুজতবা আলী
সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভ‚মিকা উল্লেখযোগ্য?
ক) গোপালকৃষ্ণ গোখেল খ) সরোজিনী নাইডু
√গ) রাজা রামমোহন রায় ঘ) দাদাভাই নওরোজী
সুনন্দ কার ছদ্মনাম?
ক) প্রমথ চৌধুরী খ) বঙ্কিমচন্দ্র
গ) রাজশেকর বসু √ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
√ক) রবীনদ্্রনাথ ঠাকুরের খ) সৈয়দ মুজতবা আলীর
গ) বুদ্ধদেব বসুর ঘ) রজনীকান্ত সেনের
নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
ক) লালসালু খ) ব্যথার দান √গ) বাঁধনহারা ঘ) কোনটিই নয়
‘জোহরা’ উপন্যাসের রচয়িতা হলেন----
ক) প্যারীচাঁদ মিত্র খ) কাজী ইমদাদুল হক
গ) মীর মশাররফ হোসেন √ঘ) মোজাম্মেল হক
‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার---
√ক) সিকান্দার আবু জাফর খ) নুরুল মোমেন
গ) দ্বিজেন্দ্রলাল রায় ঘ) মুনীর চৌধুরী
সাপ্তাহিক ‘সুধাকর’-এর সম্পাদক কে?
ক) মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
খ) মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ √গ) শেখ আব্দুর রহিম
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
ক) নির্ভরশীল √খ) নির্ভরতা গ) নির্ভলশীলতা ঘ) নির্ভরযোগ্য
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) অনুসং খ) অধ্যায়ণ গ) অতিন্দ্রিয় √ঘ) অনিন্দ্যসুন্দর
বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন?
√ক) মনোএল দ্য আস্সুম্পাসাঁও খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
অনংঃৎধপঃ নঁফমবঃ শব্দের বাংলা অর্থ----
ক) পরিপূর্ণ বাজেট খ) সফল বাজেট
√গ) সংক্ষিপ্ত বাজেট ঘ) কোনটিই নয়
‘পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?
ক) শৈল খ) সুবর্ণ √গ) উৎপল ঘ) কুসুম
“ঋজু”-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) উদ্ধত খ) সুষম √গ) বক্র ঘ) স্পষ্ট
নিচের কোন দুটি যুক্ত বর্ণে ই-কারের অপিনিহিতি হয়?
ক) হ্ম ও ষ্ণ খ) ঞ্জ ও জ্ঞ √গ) ক্ষ ও জ্ঞ ঘ) কোনটিই নয়
কোনটি হিন্দি শব্দ?
ক) আব্বু √খ) পানি গ) কলম মৌসুম
কোনটি গুণবাচক বিশেষ্য?
ক) কিশোর খ) রোগা √গ) তারুণ্য ঘ) পাথুরে
সরল বাক্যের রূপান্তর করন ‘যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে।’
ক) যিনি সত্যবাদী হন, তাকে সকলে বিশ্বাস করে
খ) যিনি সত্যবাদী, তাকে সকলে বিশ্বাস করে
√গ) সত্যবাদীকে সকলে বিশ্বাস করে
ঘ) যিনি সত্যবাদী হন, তিনি বিশ্বাসযোগ্য হন
‘ক্ষুণিœবত্তি’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ক্ষুধ + নিবৃত্তি খ) ক্ষুনি + বৃত্তি
গ) ক্ষুণ + নিবৃত্তি √ঘ) ক্ষুধ + নিবৃত্তি
চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
ক) হরপ্রসাদ শাস্ত্রী খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) সুকুমার সেন √ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
√ক) সৈয়দ হামজা খ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
গ) আলাওল ঘ) মীর মোহাম্মদ সফী
‘উত্তরাধিকার’ সাহিত্য বিষয়ক---
ক) দৈনিক পত্রিকা √খ) ত্রৈমাসিক পত্রিকা
গ) গ্রন্থ ঘ) সাপ্তাহিক পত্রিকা
‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক) চÐীমঙ্গল খ) ধর্মমঙ্গল
√গ) মনসামঙ্গল ঘ) অন্নদামঙ্গল
‘প্রদোষে প্রাকৃত জন’ কার রচনা?
ক) শহীদুল্লা কায়সার খ) শওকত ওসমান
√গ) শওকত আলী ঘ) সৈয়দ শামসুল হক
রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন---
ক) ১৯১৩ খ) ১৯১৭ গ) ১৯১৫ √ঘ) ১৯১৯
তিরিশ দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?
√ক) জীবনানন্দ দাশ খ) বুদ্ধদের বসু
গ) বিষ্ণু দে ঘ) অমিয় চক্রবর্তী
‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?
ক) নুন √খ) লবণাক্ত গ) নোনতা ঘ) লবণিয়া
শুদ্ধ বানান কোনটি?
ক) সমীচিন খ) সমিচিন √গ) সমীচীন ঘ) সমিচীন
‘সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন’ বাক্যটির শুদ্ধকরণ কোনটি?
ক) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
খ) সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
গ) সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
√ঘ) খ ও গ উভয়েই
ঝপৎড়ষষ শুব্দের গ্রহণযোগ্য পরিভাষা-
ক) লিপি খ) সারিবদ্ধ গ) নির্ঘন্ট √ঘ) হিসাব বহি
‘বামেতর’ শব্দটির অর্থ-
ক) বামচোখ খ) ইতর √গ) ডান ঘ) বামদিক
‘নশ্বর’ শব্দটির বিপরীতার্থক কোনটি?
ক) গরিষ্ঠ √খ) শাশ্বত গ) লঘিষ্ঠ ঘ) হৃষ্ট
নিচের কোন বর্ণগুলো উষ্মধ্বনি?
ক) প, ফ, ভ, ব √খ) শ, ষ, স, হ গ) ত, থ, দ, ন ঘ) স, হ, ষ
কোন বর্ণগুলো তালব্যবর্ণ?
ক) ক, খ, গ, ঘ, ঙ খ) ট, ঠ, ড, ঢ, ণ
গ) প, ফ, ভ, ব, ম √ঘ) চ, ছ, জ, ঝ, ঞ
রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) পর্তুগিজ √খ) জাপানি গ) ওলন্দাজ ঘ) ফরাসি
‘দহন’ শব্দের বিশেষণ কোনটি?
ক) দার্হ খ) দহনকারী গ) দগ্ধ √ঘ) দহনীয়
‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ --- এটি কোন ধরনের বাক্য?
ক) সরল বাক্য খ) যৌগিক বাক্য √গ) জটিল বাক্য ঘ) ব্যাসবাক্য
বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দর?
ক) কৃদন্ত শব্দ খ) মৌলিক শব্দর
√গ) তদ্ধিতান্ত শব্দ ঘ) ধনাত্মক শব্দ
‘ঘন’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক) অর্ণ √খ) জীমূত গ) কায় ঘ) ধাম
‘শিরচ্ছেদ’ সন্ধির নিয়মে কোনটি ঠিক?
ক) ছির + ছেদ = শিরচ্ছেদ খ) শিরো + ছেদ = শিরোচ্ছেদ
গ) শিরঃ + ছেদ = শিরচ্ছেদ √ঘ) শিরঃ + ছেদ = শিরচ্ছেদ
‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো---
ক) চাঁদমুখের ন্যায় খ) চাঁদ মুখ যার
√গ) চাঁদের মত মুখ ঘ) চাঁদ রূপ মুখ
প্রথম বাংলা ‘থিসরাস’ বা ‘সমার্থক শব্দের’ অভিধান সংকলন করেছেন---
√ক) অশোক মুখোপাধ্যায় খ) মুহম্মদ হাবিবুর রহমান
গ) জগন্নাথ চক্রবর্তী ঘ) মুহম্মদ শহীদুল্লাহ
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
ক) আউল মনোহর দাস খ) শ্রীকৃষ্ণ √গ) চৈতন্য দেব ঘ) আদিনাথ
‘কবিকঙ্কন’ কার উপাধি?
ক) কাশীরাম দাস √খ) মুকুন্দরাম চক্রবর্তী
গ) মালাধর বসু ঘ) কানাহরি দত্ত
“আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” উক্তিটি কোন গ্রন্থের?
ক) মহাভারত √খ) মেঘনাদবধ গ) চর্যাপদ ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
‘দোভাষী পুঁথি’ বলতে কী বুঝায়?
ক) দুই ভাষায় রচতি পুঁথি
খ) কয়েকটি ভাষা র শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
√ গ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ) আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
‘রাজল²ী’ চরিত্রের সৃষ্টা ঔপন্যাসিক---
ক) বঙ্কিমচন্দ্র খ) তারাশঙ্কর √গ) শরৎচন্দ্র ঘ) নজরুল ইসলাম
জীবনমুখী সমাজসচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কী?
ক) জহির রায়হান খ) জহির আহম্মেদ
গ) জহির ইসলাম √ঘ) মোহাম্মদ জহিরুল্লাহ
‘মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি’ কবিতার এই অংশ বিশেষের রচয়িতা---
ক) রবীন্দ্রনাাথ ঠাকুর √খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) মোহাম্মদ মনিরুজ্জামান ঘ) নির্মলেন্দু গুণ
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
√ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) কাজী নজরুল ইসলাম
গ) সত্যেন্দনাথ দত্ত ঘ) জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
√ক) মৃত্যুক্ষুধা খ) ঝিলিমিলি গ) আলেয়া ঘ) মধুমালা
‘যুগবাণী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম √খ) মাহাদা’ হোসেন
গ) আব্দুল হাকিম ঘ) কাজী আবদুল ওদুদ
‘একাত্তরের নিশান’ মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের রচয়িতা কে?
√ক) রাবেয়া খাতুন খ) সেলিনা হোসেন
গ) সুফিয়া কামল ঘ) জাহানারা ইমাম
“ধন ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা”- পঙ্ক্তির গীতিকার---
ক) দীনবন্ধু মিত্র √খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) কাজী নজরুল ইসলাম
‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক কে?
√ক) ড. নীলিমা ইব্রাহিম খ) বেগম জোবেদা খানম
গ) বেগম সুফিয়া কামাল ঘ) পান্না কায়সার
‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন---
√ক) বদরদ্দীন উমর খ) মোহাম্মদ মুনিরুজ্জামান
গ) সৈয়দ শামসুল হক ঘ) আবুল কালাম মনজুর মোরশেদ
‘বাঁশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গোধন লইয়া গোয়াল ঘরে।’ এটি কোন কবির রচনা?
√ক) কবিগোবিন্দচন্দ্র দাস খ) কবি নজরুল ইসলাম
গ) কবি ইদ্রিস আলী ঘ) কবি জসীমউদ্দীন
কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?
ক) দ্বিজেন্দ্রলাল রায় √খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) আহসান হাবীব
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
ক) বেগম রোকেয়া √খ) স্বর্ণকুমারী দেবী
গ) মহাশ্বেতা দেবী ঘ) রিজিযা রহমান
রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছলেন?
ক) সবুজপত্র √খ) ধূমকেতু গ) শনিবারের চিঠি ঘ) কল্লোল
নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে---
ক) শুধু গায়ের জোরে কাজ হয় না। খ) অধ্যয়নই চাত্রদের তপস্যা।
√গ) ছেলেটি ভয়ানক মেধাবী। ঘ) আখের চারা রোপণ করা হল।
শুদ্ধ বানানটি নির্দেশ করুন।
√ক) মুহুর্মুহু খ) মুর্হমূহু গ) মূহুর্মুহু ঘ) মুর্হুমূহু
পদাশুদ্ধি নির্দেশ করুন----
ক) প্রমুখবিশিষ্ট মুখ √খ) প্রমুখবিশিষ্ট ব্যক্তিগণ
গ) প্রমুখবিশিষ্ট ব্যক্তিরা ঘ) প্রমুখবিশিষ্ট ব্যক্তিবৃন্দ
‘অ¤øজান’- এর ইংরেজি কী?
√ক) ঙীুমবহ খ) অহঃধপরফ গ) ঐুফৎড়মবহ ঘ) অপবৎনরপ
‘রাধা’ কে ছিলেন?
ক) নন্দগোয়ালার মেয়ে খ) মহাভারতের প্রধান চরিত্র
গ) রামায়ণের চরিত্র ঘ) রাবণের বোন
‘সৌম্য’ এর বিপরীত শব্দ---
ক) শান্ত খ) উদ্ধত গ) কঠিন √ঘ) উগ্র
নিচের কোনটি য-ফলা (্য)’র ব্যতিক্রম উচ্চারণ?
ক) মধ্য √খ) বাহ্য গ) বিশ্ব ঘ) কোনটিই নয়
বাংলায় কয়টি মৌলিক স্বরধ্বনি আছে?
ক) ছটা খ) নটা √গ) সাতটা ঘ) দশটা
পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটা শব্দ ভাষায় আত্তীকরণ করা হয়েছে---
ক) টেবিল √খ) বালতি গ) চেয়ার ঘ) শরবত
অনেক অনুরোধ জানানো হলো তথাপি তাকে টলানো গেল না- এটি কোন ধরনো পদ?
ক) বিয়োজক অব্যয় √খ) সংকোচক অব্যয়
গ) সংযোজক অব্যয় ঘ) হেতু বোধক অব্যয়
‘তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না।’ নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ---
ক) তাদের ভুলটা ভাঙতে দেরি হয়্রখ) অচিরেই তহাদের ভুল ভাঙে
গ) তাদের ভুলটা দেরিতে ভাঙে ঘ) তাদের ভুল ভাঙে না
‘জেলে’ এর প্রকৃতি কী?
√ক) জাল + ইয়া খ) জাল + আ গ) জেল + এ ঘ) জালা + এ
‘ঞ্জ’ বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি?
√ক) ঞ, জ খ) ঞ, ণ গ) জ, ঙ ঘ) ন, জ
কোনটি অশুদ্ধ?
ক) সখ্য √খ) সখ্যতা গ) শুশ্রষা ঘ) বাহুল্য
যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়---
ক) দ্ব›দ্ব সমাস খ) কর্মধারয় সমাস
গ) অব্যয়ীভাবে সমাস √ঘ) নিত্য সমাস
‘ঙৎরমরহ ধহফ উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ইবহমধষর খধহমঁধমব’ গ্রন্থটির লেখক কে?
ক) ড. দীনেশ চন্দ্র সেন খ) মুহম্মদ শহীদুল্লাহ
√গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ) ড. সুকুমার সেন
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য?
ক) মধ্যযুগের ভাবধারায় পুষ্ট খ) নারী শিক্ষা প্রসারের অগ্রগামী
গ) আধুনিক যুগের লক্ষণাক্রান্ত √ঘ) দুই যুগের মিলনকারী
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক----
ক) ভারতচন্দ্র রায় √খ) সৈয়দ হামজা
গ) দৌলত কাজী ঘ) আব্দুল হাকিম
‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কী?
√ক) যুদ্ধ বিগ্রহ খ) রোমান্স গ) শোক-তাপ ঘ) প্রেম-ভালবাসা
মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা কে?
ক) চন্দ্রাবতী খ) মনসুর বয়াতি
√গ) দ্বিজ কানাই ঘ) দ্বিজ ঈশান
জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটের পটভ‚মিকা হলো---
ক) ‘৭১-এর মুক্তিযুদ্ধ √খ) একুশে ফেব্রæয়ারির ভাষা আন্দোলন
গ) ব্রিটিশ বিরোধী আন্দোল ঘ) কোনোটিই নয়
‘মুক্তিযুদ্ধের ইতিহাস : দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
ক) আহসান হাবীব √খ) হাসান হাফিজুর রহমান
গ) হাসান আজিজুল হক ঘ) আবুল হাসান
‘দ্বৈপায়ন’ শব্দের সন্ধি বিচ্ছেদ---
ক) দ্বীপ + অয়ন খ) দ্বীপ + অনট
গ) দ্বিপ + অনট √ঘ) দ্বীপ + আয়ন
‘পথে প্রবাসে’ কার রচিত গ্রন্থ?
ক) মুজতবা আলী খ) সৈয়দ মুজতবা আলী
√গ) অন্নদাশঙ্কর রায় ঘ) আবদুল কাদির
‘কল্লোল’ পত্রিকার সম্পাদক ছিলেন কে?
√ক) প্রেমেন্দ্র মিত্র খ) ফজিলাতুন্নেসা
গ) প্যারীচাঁদ মিত্র ঘ) ফয়েজ আহমদ
‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
ক) কায়কোবাদ খ) মোজাম্মেল হক
√গ) মীর মশাররফ হোসেন ঘ) ইসমাইল হোসেন সিরাজী
‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
ক) বাহরাম খান √খ) আলাওল
গ) নওয়াজীমা খান ঘ) মাগন ঠাকুর
দীনবন্ধু মিত্রে প্রহসন কোনটি?
ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ খ) কিঞ্চিত জলযোগ
√গ) বিয়ে পাগলা বুড়ো ঘ) কল্কি অবতার
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?
ক) বিদ্রোহী খ) প্রলয়োল্লাস
গ) আনন্দমীয়র আগমনে √ঘ) রক্তাম্বরধাররিণী মা
‘মহাশ্মাশান’ মহাকাব্যের কবি কে?
√ক) কায়কোবাদ খ) মাইকেল মধুসূদন
গ) ফররুখ আহমদ ঘ) কবি কালিদাস
‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটির লেখক হলেন---
√ক) আহসান হাবীব খ) মহাদেব সাহ্য
গ) শামসুর রাহমান ঘ) খালেদা এদিব চৌধুরী
আরজ আলী মাতুব্বর কী হিসেবে পরিচিত?
ক) কবি √খ) দার্শনিক
গ) নাট্যকার ঘ) কথাসাহিত্রিক
‘নশ্বর’ শব্দটির বিপরীতার্থক কোনটি?
ক) গরিষ্ঠ ্রখ) শাশ্বত গ) লঘিষ্ঠ ঘ) হৃষ্ট
‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো---
ক) চাঁদমুখের ন্যায় খ) চাঁদ মুখ যার
√গ) চাঁদের মত মুখ ঘ) চাঁদ রূপ মুখ
“আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” উক্তিটি কোন গ্রন্থের?
ক) মহাভারত √খ) মেঘনাদবধ গ) চর্যাপদ ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছলেন?
ক) সবুজপত্র √খ) ধূমকেতু গ) শনিবারের চিঠি ঘ) কল্লোল
পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটা শব্দ ভাষায় আত্তীকরণ করা হয়েছে--ক) টেবিল √খ) বালতি গ) চেয়ার ঘ) শরবত
কোনটি অশুদ্ধ?
ক) সখ্য √খ) সখ্যতা গ) শুশ্রষা ঘ) বাহুল্য
‘ঙৎরমরহ ধহফ উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ইবহমধষর খধহমঁধমব’ গ্রন্থটির লেখক কে?
ক) ড. দীনেশ চন্দ্র সেন খ) মুহম্মদ শহীদুল্লাহ
্রগ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ) ড. সুকুমার সেন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন