বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা। তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্ত¯্রােতের উপর দাঁড়িয়ে কারফিউ গণতন্ত্র চালু করেছিল।
তারপর কারফিউ গণতন্ত্র থেকে গণতন্ত্র উদ্ধারের নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার গণতন্ত্র  চালু করেছিল। বিএনপির মুখে গণতন্ত্রের কথা ভ‚তের মুখে রাম নাম ছাড়া আর কিছুই নয়।  বিএনপি এখন দুর্নীতির কথা বলছে। যারা দুর্নীতে চ্যাম্পিয়ান হয়েছিল তাদের মুখে দুর্নীতির কথা বলা শোভা পায় না। বিএনপির শাসন আমলে হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান অর্থ পাচারের কেলেংকারীতে আজ ৯বছর যাবত ইংল্যান্ডে পালিয়ে রয়েছে। যারা মামলাকে ভয় পায় সেই কাপুরুষরা কিভাবে একটি দেশের নেতৃত্ব দিবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ভাল আছে। বিশ্বের ১৩২টি গণতান্ত্রিক দেশের স্পিকার, ডেপুটি স্পিকারসহ বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আইপিও সম্মেলনে যোগদান করা বাংলাদেশের গণতন্তের বড় স্বীকৃতি আর কি হতে পারে। বিএনপি কি বলল  আর না বলল তাতে কিছু আসে যায় না। তিনি গতকাল (শুক্রবার) ১১টায় ঢাকার কেরাণীগঞ্জে ইকুরিয়া বিআরটিএতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেলের আয়োজনে পেশাজীবী গাড়ি চালকদের সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান, বুয়েটের সহযোগী অধ্যাপক কাজী সাইফুল নেওয়াজ, ঢাকা জেলা  বিআরটিএর অতিরিক্ত পরিচালক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, কেরানীগঞ্জ  সার্কেল  অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন , ট্রাফিক ইন্সপেক্টর সুবীর রঞ্জন দাস ও নুরুল ইসলাম মল্লিক প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন