আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সবাই জানে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব টিকে আছে মিডিয়ার মাধ্যমে। যে দলটির অস্তিত্ব মিডিয়ার মাধ্যমে সেই দলকে নিয়ে আতঙ্কিত হওয়ার সংগঠন আওয়ামী লীগ নয়। সরকারও সেটা নিয়ে ভাবে না।’
আজ সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের ১৬ কোটি মানুষকে নিয়ে ভাবছে। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে। কোন রাজনৈতিক দল কী বললো এটা এখন ভাবনার বিষয় নয়।’
এরশাদের নতুন দল গঠন সম্পর্কে হানিফ বলেন, ‘একটা রাজনৈতিক দলের অনেক লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। তাদের রাজনৈতিক কৌশলও থাকে। এরশাদ সাহেব কোন কৌশলে রাজনীতি করছেন তা উনি ভালো বলতে পারবেন।’
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন