শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

যুক্তরাষ্ট্র হেলিকপ্টারে করে আইএসকে অস্ত্র দিয়েছে : হামিদ কারজাই

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এক সাক্ষাৎকারে বলেছেন, জিহাদি গোষ্ঠী আইএসের উত্থানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। হামিদ কারজাই বলেন, ওয়াশিংটন নিজের তৈরি কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ বজায় রেখেছে। তিনি আরো বলেন, আফগানিস্তানে ২০১৫ সালে মার্কিন উপস্থিতিতেই বিদেশি মদদপুষ্ট এ গোষ্ঠীর অভ্যুদয় ঘটেছে। আফগানিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, আফগান-পাকিস্তান সীমান্তে তৎপর আইএস সদস্যদের জন্য নাম-চিহ্নহীন হেলিকপ্টার থেকে রসদ সরবরাহ করার নিয়মিত খবর পাওয়া যায়। ওয়াশিংটনকে এ বিষয়টি ব্যাখ্যা করতে হবে বলেও জানান তিনি। গত মাসে পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে মার্কিন সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা মোয়্যাব বা এমওবিএ ফেলার কথা উল্লেখ করে তিনি বলেন, আইএসের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ হামলা চালানো হয়েছিল। তিনি বলেন, প্রথমে আইএস এসে ওই এলাকা থেকে মানুষজনকে হটিয়ে দিয়েছে তারপর যুক্তরাষ্ট্র তার বড় বোমা ফেলেছে। বড় এ বোমা ফেলাকে যুক্তরাষ্ট্র এবং আইএসের যৌথ অপারেশন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমি নিশ্চিত। তিনি বলেন, আফগানিস্তানের ভূমিতে যুক্তরাষ্ট্র এ বোমা পরীক্ষা করতে চেয়েছে। ফক্স নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সাইদুর ১০ মে, ২০১৭, ৫:৪৪ এএম says : 0
আইএস খারেজি গোষ্ঠী। সাাবধান!
Total Reply(0)
১০ মে, ২০১৭, ৮:৫৪ এএম says : 0
আমারো এটাই মনে হয়.কারন এত দিন বুজতাম না আই এস এত অস্র কোথা থেকে পায়,,,
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন