কর্পোরেট রিপোর্ট : কর ফাঁকি রোধে দেশব্যাপী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা দলকে (সিআইসি) এই নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল এবং জানুয়ারি পর্যন্ত রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক মাসিক রাজস্ব সভায় চেয়ারম্যান এ নির্দেশ দেন বলে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, সারাদেশে যে সব অসৎ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি, মুদ্রাপাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), শুল্ক গোয়েন্দা অধিদফতর এবং মূসক গোয়েন্দা অধিদফতরসহ সরকারের অন্যান্য সংস্থা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনার কথা বলেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্য, বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের কমিশনাররা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন