শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আজ কুমিল্লার মেয়র সাক্কুর শপথ

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার  : কুমিল্লা সিটি করপোরেশনের ২য় বারের মতো নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর শপথ। আজ বৃহস্পতিবার ১১ মে সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে (বকুল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. মনিরুল হক সাক্কুকে শপথ বাক্য পাঠ করাবেন। মেয়রকে সর্বোচ্চ দুজন অতিথি নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে সকাল নয়টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। একই সাথে দুপুর সাড়ে ১২টায় এলজিইডি মন্ত্রণালয়ে ৩৬ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় থেকে পাঠানো  প্রেস বিঞ্জপ্তী এ তথ্য জানানো হয়। গত ১৮ এপ্রিল দুর্নীতির মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপির  নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে তাঁর মালামাল ক্রোকেরও আদেশ দেয়া হয়। দুদকের অভিযোগপত্রে বলা হয়, মেয়র মনিরুল হকের বিরুদ্ধে ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়। এদিকে দিকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া বলেন, গতকাল  গত সোমবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি চিঠি তাঁরা পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ১১ মে সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে (বকুল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মেয়র মো. মনিরুল হক সাক্কুকে শপথ বাক্য পাঠ করাবেন। এ সময় মেয়রকে সর্বোচ্চ দুজন অতিথি নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে সকাল নয়টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। একই দিন দুপুর সাড়ে ১২টায় এলজিইডি মন্ত্রণালয়ে ৩৬ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার  মোশাররফ হোসেন। মেয়র মো. মনিরুল হক ইনকিলাককে বলেন, গত সোমবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করি। আদালত আমাকে আগামী ২৪ মে পর্যন্ত জামিন দিয়েছেন। তিনি বলেন, আমার আইনজীবী আদালতে নথিপত্র উপস্থাপন না করায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন