ইনকিলাব ডেস্ক : সাম্প্রতিকালে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ব্যাপক হারে কলেরার প্রকোপ দেখা দিয়েছে। দেশটিতে ১৭ হাজার ২০০ জন কলেরায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ রোগে আক্রান্ত হয়ে সাম্প্রতি সপ্তাহগুলোয় প্রাণ হারায় ২০৯ জন। গত বুধবার জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফ এ কথা জানায়। ইউনিসেফের ইয়েমেন মিশনের মুখপাত্র মোহাম্মদ আল-আসাদি জানান, দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছে। এর আগে রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) জানায়, ২৭ এপ্রিল থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ১১ হাজার জন কলেরায় আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ১৮৪ জন। এদিকে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। কলেরার জীবাণু পানি ও খাবারের মাধ্যমে অতি দ্রæত ছড়িয়ে পড়ায় এ রোগের প্রকোপ নিয়ন্ত্রণ করা বেশ কষ্টকর। তবে ইউনিসেফ, আইসিআরসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানী সানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ত্রাণ বিতরণকারী দলগুলোর সঙ্গে মিলিতভাবে কলেরা মোকবেলায় কাজ করছে। উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ রয়েছে ইরানি সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের কাছে। এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো কলেরার প্রকোপ ছড়িয়ে পড়ায় চলতি সপ্তাহে দেশে জরুরি অবস্থা জারি করে হুতি বিদ্রোহীরা। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন