ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত মাসে ২২৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। চলতি বছরের ২৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সময়কালে এ নিহতের ঘটনা ঘটেছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে। নিহতদের মধ্যে ৪৪ শিশু ও ৩৬ জন নারী রয়েছেন। এছাড়া ওই সময়কালে পরিচালিত বিমান হামলায় ১২২ জন আইএস ও সিরীয় সরকারের প্রতি অনুগত আট যোদ্ধা নিহত হয়েছেন। পর্যবেক্ষক সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযান শুরুর পর গত মাসে সর্বোচ্চসংখ্যক বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। জোটের হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ক্রমে বাড়ছে। পর্যবেক্ষক সংস্থাটি আরো জানায়, গত মাসে মার্কিন জোটের হামলায় বেসামরিক নাগরিকসহ ১ হাজার ৪৮১ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৩১৯টি শিশু রয়েছে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন