সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিচার না হওয়ায় শিশুহত্যা বাড়ছে : মিজানুর রহমান

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশে শিশু নির্যাতন ও হত্যাকা- ক্রমেই বেড়ে চলছে। এর কারণ অপরাধীদের সঠিকভাবে বিচার করা হচ্ছে না। শিশু হত্যাকারীদের দ্রুত বিচার করলে এ হত্যাকা- বন্ধ হবে। গতকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘লোক প্রশাসন বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে গভর্ন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, সব শিশু হত্যার রহস্য উদঘাটন হওয়া দরকার। রাজধানীর বনশ্রীতে মা তার দুই শিশুকে হত্যা করতে পারে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। এখানে বিশেষজ্ঞদের কাজে লাগানো উচিত। এ হত্যাকা-ের  পেছনে অন্য কোনো কারণ আছে কি না সরকারকে এর তদন্ত করে দেখা উচিত। শিশু হত্যাকা-ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। রাষ্ট্রের উচিত সব শিশু হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে রায় দিয়ে তা কার্যকর করা। তা না হলে শিশুহত্যা বন্ধ হবে না। লোক প্রশাসন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ ছায়েদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, সরকারি কর্মকমিশনের সদস্য শরীফ এনামুর কবির প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন