শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

মুদ্রাপাচারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : হবিগঞ্জে শুক্রবার থেকে দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান মুদ্রাপাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে তিনদিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। মুদ্রাপাচারে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাপাচার হচ্ছে। মুদ্রা পাচাররোধে ব্যাংক কর্মকর্তাদের কঠোর ভূমিকা পালন করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এসব কথা বলেছেন। গত শুক্রবার সকালে হবিগঞ্জের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টের ব্যাংকুয়েট হলে দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান মুদ্রাপাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের তিনদিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ইউনিটের প্রধান আবু হেনা মো. রাজী হাসানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন দেশের বিকাশমান টেকসই অর্থনীতি ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন স্থিতিশীল সমাজ গঠনের অন্তরায় এবং স্বাধীনতার মূল চেতনার পরিপন্থী। এ ধরনের প্রতিবন্ধকতা দূর করতে বক্তারা অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংশ্লিষ্ট আইনগুলোর কার্যকর প্রয়োগ করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন