শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ক্রমে বাড়ছে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ । গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৭১ কোটি টাকা। বিশাল এই ঋণের পাহাড় নতুন বিনিয়োগকারী তো বটেই, ভোগাচ্ছে পুরো অর্থনীতিকে। বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণের হার কমানো না গেলে সৃষ্টি হবে না বিনিয়োগের পরিবেশ। ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ৭৯ শতাংশ। এক বছর আগে ২০১৪ সালে খেলাপি ঋণ ছিল ৫০ হাজার ১৫৬ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে এক হাজার ২১৫ কোটি টাকা। গত বছর ৫০০ কোটি টাকার ওপরে থাকা বড় বড় প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠনের সুযোগ দেয়ায় ডিসেম্বর শেষে খেলাপির হার কিছুটা কমে। তার পরও বিপুল খেলাপি ঋণ হওয়ায় কমছে না ব্যাংক ঋণের সুদের হার। আর এ জন্য বিনিয়োগ ব্যয়ও বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন