শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চার জেলা ও এক মহানগরে কমিটি দিয়েছে বিএনপি

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল, সুনামগঞ্জ, রংপুর ও মৌলভীবাজার জেলা ও রংপুর মহানগরের নতুন কমিটি দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন চার জেলা ও এক মহানগরের কমিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।
অনুমোদিত কমিটিগুলোর মধ্যে সামছুল আলম তোফাকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা বিএনপি, কলিম উদ্দিন আহমেদ মিলনকে সভাপতি ও নুরুল ইসলাম নুরুলকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা বিএনপি, মো. সাইফুল ইসলামকে সভাপতি ও রইচ আহমেদকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা বিএনপি, এম নাসের রহমানকে সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা বিএনপি এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সহিদুল ইসলাম মিজুকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর বিএনপির কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন