শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুবাইয়ে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মোহাম্মদ ছালাহউদ্দিন আরব আমিরাত থেকে,
সংযুক্ত আরব আমিরাতেরব দেরা দুবাই আল কুয়াইতি মসজিদের সামনের একটি নতুন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ লোকমান (২৮) ও বোয়ালখালী উপজেলার আহমেদ মিয়ার ছেলে মোহাম্মদ মান্নান (৩১)।
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, নিহত দুজনের লাশ আমরা পুলিশ হেড কোয়ার্টারের মর্গে দেখে এসেছি। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে চারটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, দুজনেই দুবাইয়ের আল নাদ কোম্পানির শ্রমিক।  
আল নাদ কোম্পানির অপর এক বাংলাদেশী শ্রমিক মুহাম্মদ আব্বাস বলেন, আমরা মোট ৮ জন ছিলাম। নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নীচে নামে কিন্তু সে আর উপরে উঠেনি। এরপর আরও একজন নীচে নামে সেও উঠেনি। পরে তাৎক্ষনিক আমরা বিষয়টি পুলিশকে অবগত করি।   

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন