ছারিয়্যা কোদাইদ
সপ্তম হিজরীর সফর বা রবিউল আউয়াল মাস
প্রেরিত সাহাবারা রাতের বেলা আকস্মিক অভিযান চালিয়ে বেশ কিছু লোককে হত্যা করেন। শত্রæরা এক বিরাট দল নিয়ে মুসলমানদের মোকাবেলায় অনুসরণ করেছিলো কিন্তু তারা মুসলমানদের কাছে এলে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর পানির সয়লাব দেখা দেয়। এই সয়লাব উভয় দলের মাঝে হওয়ায় শত্রæরা কাছে আসতে পারেনি। ফলে মুসলমানরা নিরাপদে বাকি পথ অতিক্রম করে।
ছারিয়্যা হাছমি, সপ্তম হিজরীর জমাদিউস সানি মাস
বিশ্ব নেতৃবৃন্দের নামে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চিঠি শীর্ষক অধ্যায়ে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে।
ছারিয়্যা তোরবা
সপ্তম হিজরীর শাবান মাস
এ ছারিয়্যা হযরত ওমর ইবনে খাত্তাব (রা.)-এর নেতৃত্বে পরিচালনা করা হয়। তাঁর সাথে ছিলেন তিরিশ জন সাহাবা। তারা রাতের বেলা সফর এবং দিনের বেলায় লুকিয়ে থাকতেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন