ইনকিলাব ডেস্ক : যথাসময়ে সিরিয়ার শান্তি আলোচনা শুরুর বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ৭ মার্চ জেনেভায় দ্বিতীয় দফায় ওই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি ও কৌশলগত কারণ এবং ধারণার চেয়ে ভালোভাবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় ৯ মার্চ পর্যন্ত ওই আলোচনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সরকার ও সব বিদ্রোহী পক্ষের মধ্যে আলোচনা যত দ্রুত সম্ভব শুরু করার জন্য উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে আলাপ করেছেন। সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আবারও গুরুত্ব আরোপ করেছেন কেরি ও ল্যাভরভ। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন