শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ট্রাম্প টাওয়ারের সামনে ইফতার

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিউ ইয়র্কের ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের সামনে ইফতার করেছেন প্রায় শতাধিক মুসলিম ও তাদের মিত্ররা। ইসলাম ও বিদেশীদের বিষয়ে ট্রাম্পের অহেতুক ভীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দুটি অধিকার আন্দোলন গোষ্ঠীর উদ্যোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত সড়কে এ আয়োজন করা হয় বলে জানিয়েছে সিএনএন। এমপাওয়ার চেঞ্জ ও নিউ ইয়র্ক স্টেট ইমিগ্র্যান্ট অ্যাকশন ফান্ড আহŸানে করা অভিনব এ প্রতিবাদে কোনো শ্লোগান দেওয়া হয়নি, কোনো ব্যানারও বহন করা হয়নি। উপস্থিত সবাই ইফতারে অংশ নিয়েছেন এবং মুসলিমরা মাগরেবের নামাজ আদায় করেছেন। এ সময় নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থল ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে ট্রাম্প টাওয়ারের প্রবেশ পথে বিপুল সংখ্যক পুলিশ দাঁড়িয়ে ছিল। তাদের থেকে কয়েক কদম দূরে নিরাপত্তা বেষ্টনির অপর পাশে মুসলিমরা ও তাদের সমর্থকরা বসে ইফতার করছিল, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। ইফতারের আগে নিউ ইয়র্ক স্টেট ইমিগ্যান্ট অ্যাকশন ফান্ডের উপপরিচালক আনু যোশি বলেন, “প্রতিদিন আমেরিকান মুসলিমরা গোঁড়ামি ও ঘৃণার শিকার হচ্ছে। কাজের ক্ষেত্রে, স্কুলে, চাকরি চাইতে গিয়ে, ধর্ম পালন করতে গিয়ে এমনকি জীবনযাপন করতেও গিয়েও হয়রানির শিকার হচ্ছেন তারা। এখানে ওম্যান মার্চের সহপ্রতিষ্ঠাতা ফিলিস্তিনি-আমেরিকান লিন্ডা সারসৌরও বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের ইসলাম কোনো বিদেশি ধর্ম না এবং মুসলিম ও কৃষ্ণকায়দের ওপর ‘ভর করেই’ যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। সংহতি জানাতে অন্যান্য অনেক ধর্মের লোক যুক্তরাষ্ট্রে রমজানের ষষ্ঠ দিনে আয়োজিত এই ইফতারে অংশ নেয়। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Abdul Qadir ৪ জুন, ২০১৭, ৩:২৮ এএম says : 0
very good job
Total Reply(0)
MD AMIR HOSSAN ৪ জুন, ২০১৭, ৮:৪৯ এএম says : 0
ALL PEOPLE MUST BE RESPECT OTHERS.DON'T KILL OTHERS.EVERYBODY HAVE RIGHTS TO LIVE WITH HARMONY.THANKS
Total Reply(0)
MD AMIR HOSSAN ৪ জুন, ২০১৭, ৮:৫১ এএম says : 0
KILLING IS CRIME AND SIN.ALLAHA NEVER PERMITED..LIVE TOGETHER SAME WORLD.AMIR KHAN NEW YORK USA
Total Reply(0)
MOHD KAMAL PARVEZ ৪ জুন, ২০১৭, ৫:৪৩ পিএম says : 0
Very good
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন