শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

সংকট নিরসনে তুরস্কের উদ্যোগ

উপসাগরীয় উত্তেজনা প্রশমনে বিশ্বনেতৃবৃন্দের সাথে ফোনে কথা বলেছেন এরদোগান

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারের সঙ্গে সাত মুসলিম দেশের সম্পর্কোচ্ছেদের ঘোষণার পরে উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে সংকট দেখা দিয়েছে। রাজনীতির পাশাপাশি এর অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট হয়ে উঠছে। সংকট নিরসনে এগিয়ে এসেছে তুরস্ক। চলমান উত্তেজনা প্রশসনে সব পক্ষের সঙ্গে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। তুর্কি প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানায়, গত সোমবার উপসাগরীয় সংকট সমাধান ও উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট এরদোগান বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। এ তালিকায় আছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, কুয়েতের আমির শেখ জাবের আল আহমাদ আল সাবাহ এবং সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ। এসময় এরদোগান সংকট নিরসনে আলোচনায় বসার ওপর জোর দেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ নিতে সব পক্ষকে আহ্বান জানান। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, চলমান সংকটের মাত্রা কমিয়ে আনতে তুরস্ক উদ্যোগ নিতে প্রস্তুত আছে। তিনি জানান, উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চায় তুর্কি প্রশাসন। তুর্কি উপপ্রধানমন্ত্রী নুমান কুর্তুলমুস বলেন, চলমান সংকট নিরসনে সক্রিয় ভূমিকা নিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি এ অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেখতে চান। গত সোমবার সউদি প্রশাসনের পক্ষ থেকে প্রথম দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসে। এরপর এ তালিকায় যুক্ত হয় মিসর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন এবং মাল্লীপ। দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তোলা হয়। সউদি আরব ছেড়ে যেতে কাতারের কূটনীতিকদের ৪৮ ঘণ্টা ও সাধারণ নাগরিকদের ১৪ দিন সময় বেঁধে দেয়া হয়। সউদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স কাতারে সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দেয়। দুবাইভিত্তিক এমিরেটস, ফ্লাইদুবাই ও আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারলাইন্স আজ থেকে কাতারে ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দিয়েছে। কাতার সরকার সে দেশের বিরুদ্ধে এমন পদক্ষেপকে মিথ্যা প্রচারণার ফসল ও অযৌক্তিক বলে অভিহিত করেছে। বিমান যোগাযোগ ছিন্নের পাল্টা ব্যবস্থা হিসেবে কাতার এয়ারওয়েজ সউদি আরবসহ কয়েকটি দেশে ফ্লাইট পরিচালনা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে। সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসর কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার স¤প্রচার বন্ধ করে দিয়েছে। সউদি কর্তৃপক্ষ রিয়াদে আল জাজিরার কার্যালয়ে তালা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকার আল জাজিরার সহযোগী চ্যানেল বেইন স্পোর্টসের স¤প্রচারও বন্ধ করে দিয়েছে। বিভিন্ন সময় মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতি কাতারের পরোক্ষ সমর্থন মধ্যপ্রাচ্যের দেশগুলোর এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। বিশেষত কাতারভিত্তিক চ্যানেল আল জাজিরায় ভিন্ন মতাবলম্বী রাজনীতিকদের সংবাদ প্রকাশ রিয়াদ থেকে কায়রো পর্যন্ত বিভিন্ন রাজধানীতে ক্ষমতাসীনদের গাত্রদাহের কারণ ছিল। সাত দেশের একসঙ্গে সম্পর্কচ্ছেদের এ ঘটনা আন্তর্জাতিক পরিমন্ডলে কাতারের সম্মানহানির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে সে দেশে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি ব্যাহত হতে পারে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (14)
ফিরোজ ৭ জুন, ২০১৭, ২:৫৯ এএম says : 0
এই সংকটের দ্রুত নিরাসন হওয়া দরকার।
Total Reply(0)
Md Sharif Hossain ৭ জুন, ২০১৭, ৩:৪৬ এএম says : 0
বাহ্,নিজেদের মধ্যে দা-কোমড়ার সম্পর্ক।
Total Reply(0)
হারূন ৭ জুন, ২০১৭, ৫:৪৩ এএম says : 1
আমি মনে করি এখন আরব দেশের ভিতর ইবলিশ ঢুকেছে, এবং সাথে অস্ত্র বিজনেস ভালো চলবে
Total Reply(0)
Alman Hossain ৭ জুন, ২০১৭, ১২:৪৬ পিএম says : 0
কাতারের সাথে সম্পর্ক ছিন্নের নেপথ্যে: পুরো দুনিয়া কাপিয়ে ক্ষমতায় যাওয়া প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে সাজানো নাটকের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে পুরো মিসরকে যারা ভিক্ষার থলি ধরিয়ে দিয়েছে।যারা সুখে থাকা আদরের দুলালদের উস্কে দিয়ে আরব কাপানো বীর লিবিয়ার গাদ্দাফীকে একরকম জীবন্ত কবর দিয়েছে সব চুষে নিচ্ছে । যারা সাদ্দামের মত বাপেরবেটাকে মুসলিম উম্মাহর ঈদের দিনে ফাঁসিতে ঝুলিয়েছে।সেই ঘোমটা পরা শক্তিই একটি সাজানো বাগান কাতারকে গনীমতের মাল হিসেবে ভাগ বাটোয়ারা করার নেশায় বিভোর।
Total Reply(1)
hasan ১২ জুন, ২০১৭, ১:১৬ পিএম says : 4
i agree with u
Mahmudullah Rahim ৭ জুন, ২০১৭, ১২:৪৭ পিএম says : 0
সাধুবাদ
Total Reply(0)
Md Mohiuddin ৭ জুন, ২০১৭, ১২:৪৯ পিএম says : 0
ALLAH Please Solve this problem
Total Reply(0)
HM Ariful Haque ৭ জুন, ২০১৭, ১২:৫০ পিএম says : 0
Go ahead
Total Reply(0)
monirul islam monir ৭ জুন, ২০১৭, ২:১৭ পিএম says : 0
Yeah ALLAH bless ours muslim nations.
Total Reply(0)
monirul islam monir ৭ জুন, ২০১৭, ২:২১ পিএম says : 0
YEAH ALLAH move out saitan from ours head and save ours muslim sisters and brothers.. ameen
Total Reply(0)
ABM Harez Ali ৭ জুন, ২০১৭, ১০:০৩ পিএম says : 0
It is one of the suicidal work. Israil & Amerika will be benefited.We should stop this heinous game.
Total Reply(0)
৭ জুন, ২০১৭, ১১:০৬ পিএম says : 0
ক্ষতি যারিই হোক, ইস্রাইল কিন্তু খুব খুশি
Total Reply(0)
masum ৯ জুন, ২০১৭, ২:১৩ পিএম says : 0
হে আল্লাহ এই দালালদের শুভ বুদ্ধির উদয় দাও।।
Total Reply(0)
১২ জুন, ২০১৭, ৪:১১ এএম says : 0
মুসলিম মুসলিম ভাই কেন জে বোজেনা সোইদি ? এমেরিকা চাই ধংস হোক
Total Reply(0)
১৩ জুন, ২০১৭, ১১:০৩ এএম says : 0
i think that saudi arab is a control by america. qatar is a rich country in the world. so it is main headach of USA.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন