যাবতীয় অদৃশ্য বিষয়ের চাবি আল্লাহর হাতেই নিবদ্ধ রয়েছে, সে বিষয় তিনি ছাড়া আর কারো জানা নেই, জলে-স্থলে যেখানে যা কিছু আছে তা শুধু তিনিই জানেন, (এই সৃষ্টিরাজির মধ্যে) একটি পাতা কোথাও ঝরে না যা তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্যকণাও নেই- নেই কোন তাজা সবুজ, (কিংবা মৃত) শুকনো জিনিস যার পূর্ণ বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই।
-সূরা আলআনআম : আয়াত ৫৯
শাহাদাতের গুরুত্ব ও মর্যাদা
হজরত জাবির (রাদি.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উহুদ যুদ্ধের দিন জিজ্ঞেস করল, আমি যদি মারা যাই তো কোথায় থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘জান্নাতে’। সে তার হাতের খেজুর ফেলে দিয়ে লড়াই করতে করতে শহীদ হয়ে গেল। -বুখারী ও মুসলিম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন