শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

গাদ্দাফির পুত্র সাইফ মুক্ত

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলামকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়েছে। খবরে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী সাইফ গত ছয় বছর ধরে লিবিয়ার জিনতান শহরে বেসামরিক একটি বাহিনীর হাতে বন্দি ছিলেন। আবু বকর আল সিদ্দিক ব্যাটেলিয়ন নামের ওই বেসামরিক বাহিনী জানিয়েছে, গত শুক্রবার সাইফকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু মুক্তি দেয়ার কথা বলা হলেও সাইফকে জনসম্মুখে দেখা যায়নি। তবে স্থানীয়ভাবে প্রকাশিত সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মুক্তি পাওয়ার পর থেকে সাইফ পূর্বাঞ্চলীয় বাইদা শহরে তার স্বজনদের কাছে রয়েছেন। আবু বকর আল সিদ্দিক ব্যাটেলিয়ন জানিয়েছে, তারা লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাইফকে মুক্তি দিয়েছে। এর আগে ওই সরকার সাইফকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়ার প্রস্তাব করেছিল। ত্রিপোলির একটি আদালত সাইফকে তার অনুপস্থিতিতে মৃত্যুদন্ড দিয়েছিল। কিন্তু ত্রিপোলি এখন দেশটির পশ্চিমাংশ নিয়ন্ত্রণকারী জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকারের অধীনে আছে, যার কর্তৃত্ব মানে না পূর্বাঞ্চল-ভিত্তিক অন্তর্বর্তী সরকার। এর আগে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে সাইফ আল ইসলামের মুক্তির খবরকে মিথ্যা বলে দাবি করা হয়েছিল। তার মুক্তির খবরটি সত্য হলে এটি লিবিয়ার অশান্ত পরিস্থিতিতে আরেকটি অপ্রত্যাশিত সংযোজন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন