অনলাইন ডেস্ক : ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে সরকার। পাশাপাশি ২৭জনকে একই পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছেন আইন মন্ত্রণালয়।
একই সঙ্গে সুপ্রিম কোর্টের ২৭ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয় তাদেরকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য উল্লিখিত ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন