শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কোরআনের আলোকে পাহাড় রক্ষার গুরুত্ব

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ৫:৫৫ পিএম | আপডেট : ৮:৫৫ পিএম, ১৪ জুন, ২০১৭

আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, “আমি কী করিনি ভূমিকে বিছানা, পর্বতমালাকে পেরেক?” আল্লাহতায়ালা আরও ইরশাদ করেন, “যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে সমবেত হবে, আকাশ বিদীর্ণ হবে, তাতে বহু দরজা সৃষ্টি হবে, পর্বতমালা চালিত হবে, মরীচিকা হয়ে যাবে”।

পবিত্র কোরআনের সুরা নাবা (৭ ও ৮নং আয়াত) উল্লেখ করে বিশিষ্ট কলামিস্ট, বিটিভির উপস্থাপক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত খতিব মাওলানা মনিরুল ইসলাম রফিক আজ বুধবার দৈনিক ইনকিলাবকে জানান, কোরআন মজিদের বেশকিছু জায়গায় পাহাড়-পর্বতের কথা বিস্তারিত বলা হয়েছে। কোরআন মজিদের অন্তত ১২টি সুরায় পাহাড়-পর্বতের বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। যা অত্যন্ত হৃদয়গ্রাহী ও রহস্যময়। তিনি বলেন, কোনো কোনো জায়গায় আল্লাহতায়ালা বলেছেন, পাহাড়ে যে পাথরগুলো থাকে তা হয় দুই ধরনের। কোনোটি প্রাণ সম্পন্ন কোনোটি প্রাণহীন।

এমনকি কোনো কোনো পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত বা চালিত হয়। হাদিস শরীফেও রয়েছে, পাহাড়ের পাথরগুলো আল্লাহর নামে জিকির করে। সুতরাং কোরআন শরীফের তাফসীর থেকে আমরা বুঝি, পাহাড়-পর্বত আল্লাহতায়ালার মহারহস্যময় সৃষ্টি। যেমন রহস্যময় সাগররাজি। মাওলানা রফিক আরো বলেন, কাজেই আমরা মনে করি, পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দেয়া আল্লাহপাকের মর্জি এবং সেটিই সৌন্দর্য। মানুষ পাহাড়ে বসবাস করবে, সম্পদ আহরণ করবে। কিন্তু পাহাড়কে ধ্বংস ও বিকৃত করে নয়। পাহাড় কেটে ধ্বংস করা ও ধ্বংস হওয়া সবই বিভিন্ন প্রলয়ঙ্করী পরিস্থিতির আলামত। আজকের বিজ্ঞানও সে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে স্বীকার করছে।

‘পাহাড়-পর্বত পৃথিবী নামক গ্রহের ভারসাম্য রক্ষাকারী পেরেক’। পাহাড়ের গূঢ় তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে ইসলামের উপরোক্ত সুস্পষ্ট মূলনীতির সাথেই বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের অভিমত সম্পূর্ণ মিলে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
১৪ জুন, ২০১৭, ৭:১৯ পিএম says : 0
100%
Total Reply(0)
Syed Anwar Ali ১৪ জুন, ২০১৭, ১০:২৭ পিএম says : 0
সুবহানাল্লাহ। কোরআনমজিদ এ পাহাড় এর গুরুত্ব সম্পকে জানতে পারলাম। ইনকিলাব কে অনেক ধন্যবাদ।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন