ইনকিলাব ডেস্ক : একটি মুসলিম দেশ এরদোগান ও তুর্কি সরকারকে ক্ষমতাচ্যুত করতে ৩০০ কোটি ডলার ব্যয় করেছিল বলে ইঙ্গিত দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাবুসোগলু। তার এই ইঙ্গিতের সূত্র ধরে গত সোমবার তুর্কি দৈনিক ইয়েনি সাফাকের কলামিস্ট মেহমেত আসিত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাবুসোগলু আভাস দেন, একটি মুসলিম দেশ এরদোগান ও তুরস্কের সরকারকে উৎখাত করতে ৩০০ কোটি ডলার ব্যয় করেছিল এবং গত ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের প্রতি সমর্থন দিয়েছিল দেশটি। আসিত জানান, কাবুসোগলু বলেন, আমরা জানি একটি দেশ তুরস্কের সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান চেষ্টার সমর্থনে ৩০০ কোটি ডলার খরচ করেছিল। সবচেয়ে বড় কথা হলো, দেশটি হলো একটি মুসলিম দেশ। এই কলামিস্ট দাবি করেন ওই মুসলিম দেশটি হলো আরব আমিরাত। তারা এরদোগান ও তুর্কি সরকারকে উৎখাত করতে ওই অর্থ ঢেলেছিল। এ দাবি সম্পর্কে ডেইলি সাবাহকে আসিত বলেন, তুরস্কের পররাষ্ট্র দপ্তর সূত্র নিশ্চিত করেছে, ওই দেশটি হলো আরব আমিরাত। পত্রিকাটিকে আসিত বলেন, মন্ত্রী অবশ্য দেশটির নাম উল্লেখ করেননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ওই দেশটি হলো আরব আমিরাত। ডেইলি সাবাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন