শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

প্রোটিনা হোমমেড প্লাস ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল) চুক্তিবদ্ধ

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বেকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রোটিনা হোমমেড প্লাস ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল) চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের কার্যালয়ে দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। প্রোটিনা হোমমেড প্লাসের পক্ষে মাসুদা ইসলাম ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের পক্ষে কোম্পানী সচিব মো. জহির উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রæপের চেয়ারম্যান মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মো. হামিদুল হক খান, নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক বেলাল হোসাইন, প্রভাষক সাবিহা মতিন বিপাশা, বিভিসিএলের আইনি পরামর্শক এএইচএম আশ্রাফুল ইসলাম এবং সমন্বয়ক রাশেদুল ইসলাম। এ চুক্তির আওতায় খুব শিগগিরই ডায়াবেটিক বিস্কুট, সলটেজ বিস্কুট ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যবান্ধব বিস্কুট দেশের সুপারস্টোর গুলোতে সরবরাহ করা হবে।  বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন