৪. ফেদেক অঞ্চলে ছারিয়্যা
সপ্তম হিজরীর শাবান মাস
হযরত বশীর ইবনে সা’দ আনসারী (রা.)-এর নেতৃত্বে তিরিশজন সাহাবার একটি দল অভিযানে বের হন।
বনু মাররা গোত্রের লোকদের শিক্ষা দিতেই এটি প্রেরণ করা হয়।
হযরত বশীর তাঁর এলাকায় পৌঁছে ভেড়া, বকরি এবং অন্য পশুপাল তাড়িয়ে নিয়ে আসেন। রাতে শত্রæরা এসে তাদের ঘিরে ধরে। মুসলমানরা তীর নিক্ষেপ করেন। এক পর্যায়ে বশীর এবং তার সঙ্গীদের তীর শেষ হয়ে যায়। ফলে নিরস্ত্র মুসলমানদের শত্রæরা একে একে হত্যা করে। একমাত্র বশীর বেঁচে ছিলেন। তাঁকে আহত অবস্থায় উঠিয়ে ফেদেকে নিয়ে আসা হয় এবং তিনি ইহুদীদের কাছেই অবস্থান করেন। দুই পর পর ক্ষত শুকালে তিনি মদীনায় ফিরে আসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন