শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির দুঃশাসন-অবহেলাতেই পাহাড়ে বিপর্যয় -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় ৪ লাখ মানুষকে পাহাড়ে পুনর্বাসন করে পাহাড়ের ভারসাম্য নষ্ট করেছে। যে সব মানুষকে পাহাড়ে পুনর্বাসন করেছিল তাদের ভবিষ্যতও ছিল বিপন্ন। বিএনপির দুঃশাসন ও অবহেলার ফলে পাহাড়ে আজ বিপর্যয় হয়েছে। দেশের পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের বিপর্যয়ের সময় প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও সরকারের সক্ষমতা নিয়ে বিএনপির নেতাদের সমালোচনার মুখে গতকাল বিকেলে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয় লেনবিশিষ্ট ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকায় বসে সব সময় দুর্দশার কথা বলে। কিন্তু তারা দুর্দশাগ্রস্ত হাওড়, উপকূল কিংবা পাহাড়ে যায়নি। শুধু ঢাকায় বসে ত্রাণ যায়নি বলে সমালোচনা করছেন। তারা শুধু প্রেস ব্রিফিং করে সীমাবদ্ধ। বিএনপির নেত্রী কি কোথাও গেছেন? উপকূলে গেছেন, হাওড়ে গেছেন, পাহাড়ে গেছেন? যারা সমালোচনা করেন তা কি কোনো কাজ করেন। কাজেই সমালোচনা না করে বিএনপিকে আমি বলি, জনগণের পাশে দাঁড়ান। নেতিবাচক রাজনীতি বাদ দিয়ে ইতিবাচক রাজনীতি করুন। রিঅ্যাক্টিভ কথাবার্তা না বলে প্রো-অ্যাক্টিভ ভূমিকা পালনেরও আহŸান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মন্ত্রী বলেন, বিএনপিকে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীও চান বিএনপি নির্বাচনে আসুক। এর আগে বিএনপি নির্বাচনে না এসে প্রতিহিংসার রাজনীতি শুরু করে। স্কুল কলেজ, সরকারি সম্পদ পুড়িয়ে নষ্ট করে, রাস্তাঘাট ধ্বংস করে, বাস পুড়িয়ে মানুষ হত্যা করে।
পাহাড় থেকে সমস্ত বসতি সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। যত প্রভাবশালী হউক না কেন কারো কোনো বাঁধাই মেনে নেওয়া হবে না বলে জানান সেতুমন্ত্রী। আগামী চার দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক স্বাভাবিক হবে। ক্ষতিগ্রস্ত বান্দরবান-চট্টগ্রাম সড়কেরও মেরামত কাজ চলছে বলে জানান তিনি।
মহিপালের ফ্লাইওভারটি ২০১৮ সালের ৩০ জুনর মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি মাসে শেষ হয়ে যাবে বলে জানান মন্ত্রী। ফ্লাইওভারের কাজ পরিদর্শনের সময় সহকারী প্রকল্প পরিচালক কর্নেল জামিউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মেজর ফয়সাল চৌধুরী, জেলা প্রশাসক মনোজ কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্ক সিং, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Zakir Hussain ১৮ জুন, ২০১৭, ১০:৩১ এএম says : 0
What a ..... dialogue. You are not feel shy. the things which is happend its by BNP.
Total Reply(0)
MD Rony Mollah ১৮ জুন, ২০১৭, ১১:৪৯ এএম says : 0
আপনারা তো আছেন ৮ বছর
Total Reply(0)
Ruman Ahmed ১৮ জুন, ২০১৭, ১১:৫০ এএম says : 0
আপনাদের গত ৮ বছরের বিশ্ব বিখ্যাত সুশাসন ইহা ঠেকাইতে পারেনাই কেন?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন