আল কোরআন
আল্লাহ মালিক
নিঃসন্দেহে আল্লাহ তা‘আলা শষ্যবীজ ও আঁটিগুলো অংকুরিত করেন, তিনিই নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন, আবার তিনিই জীবন্ত থেকে প্রাণহীন কোনো কিছু নির্গত করেন; এই (সৃষ্টি কৌশলের মালিক) হচ্ছেন আল্লাহ তা‘আলা, (এরপরও) তোমরা কোথায় কোথায় ঠোকর খেয়ে ফিরছো! -সূরা আলআনআম : আয়াত ৯৫
আল হাদিস
শাহাদাতের গুরুত্ব ও মর্যাদা
হজরত আনাস (রাদি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি মনে শাহাদাতের আকাক্সক্ষা করে- সে শাহাদাতের মর্যাদা লাভ করে, যদিও সে শহীদ হওয়ার সুযোগ না পেয়ে থাকে। -মুসলিম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন