রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

চীনে প্রবৃদ্ধির লক্ষ্য ৭ শতাংশ

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ থেকে ৭ শতাংশ নির্ধারণ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। বিদ্যমান অর্থনৈতিক ক্লান্তিলগ্নেই প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করল দেশটি। বর্তমানে চীনের শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন নিম্নমুখী হয়ে পড়েছে, ডলারের বিপরীতে ইউয়ানের মান কমেছে উল্লেখযোগ্য হারে। এছাড়া বিশ্বব্যাপী তেলের দামে ধস তো রয়েছেই। এসব কারণে কর্মসংস্থানচ্যুত হয়েছেন দেশটির হাজার হাজার কর্মী। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। সিএনএন মানির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৬.৯ শতাংশ, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আর ১৯৯৫ সালের পর এই প্রথম এত কম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করল চীন। অর্থাৎ ২০ বছর পর প্রবৃদ্ধির এ রকম লক্ষ্যমাত্রার ঘোষণা দিল বেজিং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন