বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

দু’য়েকদিনের মধ্যেই মসুল বিজয়ের ঘোষণা দেয়া হবে : ইরাকী কমান্ডার

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ইরাক আগামী দু’য়েকদিনের মধ্যেই জিহাদিদের কাছ থেকে দ্বিতীয় নগরী মসুল পুনরুদ্ধারে আট মাস ধরে চলা যুদ্ধের বিজয় ঘোষণা করা হবে। স্টাফ লে. জে. আদুল গনি আল-আসাদি মসুলে গত শুক্রবার এএফপিকে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা আইএসের ওপর চূড়ান্ত বিজয় ঘোষণা করবো। ইরাকি বাহিনী গত ১৭ অক্টোবর মসুল পুনরুদ্ধারে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে। তারা মসুল নগরীর দিকে অগ্রসর হয়ে প্রথমে নগরীর পূর্ব দিক পুনরুদ্ধার করে এবং এর পর ছোট হলেও অধিকতর ঘনবসতিপূর্ণ পশ্চিম দিক দখলে মনোনিবেশ করে। আইএস এখন মসুলের পুরনো নগরীর একটি ছোট্ট এলাকায় ঘেরাও হয়ে আছে। এই এলাকাটির সরু রাস্তা ও বেসামরিক নাগরিকদের উপস্থিতির কারণে এটি পুনর্দখলে অভিযান চালানো ঝুুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আসাদির অনুমান বর্তমানে নগরীর ওই অংশে দুই থেকে তিনশ’ আইএস যোদ্ধা অবশিষ্ট রয়েছে, যাদের অধিকাংশই বিদেশি। এই যুদ্ধে কয়েকশ’ বেসামরিক নাগরিক হতাহত এবং কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আইএস ২০১৪ সালে ইরাকের রাজধানী বাগদাদের উত্তর ও পশ্চিমে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছিল। তবে এরপর থেকে মার্কিন বাহিনীর সহায়তায় ইরাকি বাহিনী তাদের হারানো ভূ-খন্ডের বেশির ভাগই পনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। অপর এক খবরে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে আইএসের পতনের খবর নিশ্চিত করেছে সন্ত্রাস বিরোধী জনপ্রিয় পপুলার ফ্রন্ট বাহিনী। হাশদ আশ-শা’বি নামে পরিচিত এই বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরাকে এই জিহাদি গোষ্ঠী আর কোনোদিন ফিরে আসতে পারবে না। হাশদ আশ-শা’বি গত শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, এই বাহিনী সারাবিশ্বকে জানিয়ে দিতে চায় যে, তারা আইএস বিরোধী যুদ্ধ বিজয়ী হয়েছে। মসুলের পুরনো অংশ আইএসের কাছ থেকে পুনরুদ্ধারের মাধ্যমে কার্যত ভুয়া খেলাফতের পরিসমাপ্তি ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পপুলার ফ্রন্টের বিবৃতিতে বলা হয়, ইরাকের আশ-শারকাত, আল-হুয়াইযা ও তাল-আফারের মতো ছোট ছোট এলাকা এখনো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আইএস পুরোপুরি নির্মূলের মুখে রয়েছে বলে এসব এলাকাও অচিরেই মুক্ত হবে বলে এতে আশা প্রকাশ করা হয়। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি গত বৃহস্পতিবার মসুল শহরকে সম্পূর্ণ আইএস মুক্ত করার ঘোষণা দিয়ে জানান, এই গোষ্ঠীর মিথ্যা খেলাফতের অবসান হয়েছে। পপুলার ফ্রন্টের সমর্থনপুষ্ট ইরাকের সেনাবাহিনী আইএসের নিয়ন্ত্রণে থাকা আন-নুরি মসজিদ ও এর আশপাশের এলাকা পুনরুদ্ধারের পর এ ঘোষণা দেন তিনি। এএফপি, রয়টার্স, বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন