শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নির্বাচনেও চোরাগোপ্তা পদ্ধতি গ্রহণ করেছে বিএনপি : হাছান মাহমুদ

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ দলীয় নেতা নির্বাচনেও বিএনপি চোরাগোপ্তা পদ্ধতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জ্বালাও-পোড়াও চোরাগোপ্তা হামলা করে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নেতা নির্বাচনেও চোরাগোপ্তা পদ্ধতি গ্রহণ করেছে বিএনপি। গতকাল জাতীয় বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য দলে যখন কাউন্সিল হয় তখন নির্বাচনের আগে কেউ নির্বাচিত হয় না, নির্বাচন করার পর তারা নির্বাচিত হয়। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান কাউন্সিলের দুই সাপ্তাহ আগেই নির্বাচিত হয়েছেন। সম্মেলন হয় নাই, ডেলিগেটরা আসে নাই, নেতাকর্মীরা আসে নাই, তার আগেই তারা নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, এর একটিই কারণ হতে পারে সেটি হল, নেতাকর্মীরা আসলে খালেদা জিয়া ও তারেক রহমান ক্ষোভের মুখে পড়তে পারেন। তাই তড়িঘড়ি করে তাদের নির্বাচিত করা হয়েছে। যেদল জনগণের উপর পেট্রোল বোমা মারে, চোরাগুপ্ত হামলা করে সেই দলের কাউন্সিল নির্বাচনও চোরাগোপ্তার মাধ্যমে হয়েছে। হাছান বলেন, তারেক রহমান ফেরারী আসামি, আর খালেদা জিয়া আসামি হয়েও আদালতে হাজির হন না। আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এদের কাছ থেকে জাতি কিছু আশা করতে পারে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন