স্টাফ রিপোর্টার : আপিল বিভাগের রায়ে মীর কাসেম আলী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার রায়-পরবর্তী এক প্রতিক্রিয়ায় মীর কাসেমের স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মীর কাসেম আলীর বিরুদ্ধে আদালতে যে সাক্ষ্য প্রমাণ আনা হয়েছে, তা কোনোভাবেই অপরাধ প্রমাণে যথেষ্ট নয়। এতে বলা হয়, মামলার যুক্তিতর্ক চলার সময় প্রধান বিচারপতির বিভিন্ন মন্তব্য থেকে প্রতীয়মান হয়। সুতরাং মীর কাসেমকে এ মামলায় মৃত্যুদ- বহাল রাখার মতো কোনো আইনগত ভিত্তি নেই। বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন মন্ত্রীর প্রকাশ্যে প্রধান বিচারপতিকে হুমকি-ধমকি এবং রায় প্রকাশের পূর্বমুহূর্তে আদালত কর্তৃক বারবার সিদ্ধান্ত পরিবর্তন আমাদের মনে একটাই প্রশ্নের জন্ম দেয়, যা কি না সারাদেশের জনগণেরও প্রশ্নÑ বিচার বিভাগ কি আসলেই স্বাধীন? মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন বিবৃতিতে আরো বলেন, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমরা রিভিউ আবেদন করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন