বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড হলেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।
রোববার রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ফখরুল বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। এই সরকারের হাত থেকে মুক্তি চায়। তাই নির্বাচন হতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করুন। যেন সকল দল অংশগ্রহণ ও মানুষ ভোট দিতে পারে।’
গাজীপুর সিটি মেয়র এম এ মান্নানের বহিষ্কারের বিষয় উল্লেখ্য করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, তারা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা অনির্বাচিত বলেই নির্বাচিত মানুষকে ভয় পায়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন