শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

লেভেল প্লেয়িং ফিল্ড হলেই বিএনপি নির্বাচনে অংশ নেবে -ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ৩:২০ পিএম | আপডেট : ৩:২১ পিএম, ৯ জুলাই, ২০১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড হলেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

রোববার রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

ফখরুল বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। এই সরকারের হাত থেকে মুক্তি চায়। তাই নির্বাচন হতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করুন। যেন সকল দল অংশগ্রহণ ও মানুষ ভোট দিতে পারে।’

গাজীপুর সিটি মেয়র এম এ মান্নানের বহিষ্কারের বিষয় উল্লেখ্য করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, তারা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা অনির্বাচিত বলেই নির্বাচিত মানুষকে ভয় পায়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nur- Muhammad ৯ জুলাই, ২০১৭, ৪:৩৯ পিএম says : 0
লেভেল প্লেয়িং হলো। নির্বাচন হলো। দেশ বিদেশ নির্বাচনের ছবি দেখল। কিন্তু ক্ষমতা ত আপনার হাতে নাই। ক্ষমতার বলে ফলাফল উল্টে দিল। তা হলে এমন আই ওয়াস নির্বাচন করে কি লাভ? তাই লেভেল প্লেয়িং সহ ফলাফল রক্ষার নিশ্চয়তা নিন। নির্বাচনে অংশ নিন। জনগণকে ভোট দেওয়া সুযোগ দিন। ধন্যবাদ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন