শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

কমেছে সরাসরি বিদেশি বিনিয়োগ

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ২০১৫ সালের শেষ তিন মাসে আগের তিন মাসের তুলনায় কমেছে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রস্তাব নিবন্ধন। তবে এ সময়ে স্থানীয় বিনিয়োগ প্রস্তাবের নিবন্ধন বেড়েছে। বিনিয়োগ বোর্ডের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, অক্টোবর-ডিসেম্বর সময়ে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রকৌশল শিল্প খাতে, যা মোট বিনিয়োগ প্রস্তাবের ২৫ দশমিক ৯৮ শতাংশ। এ সময়ে রসায়ন শিল্প খাতে ২২ দশমিক ২৮ শতাংশ, সেবা খাতে ১৫ দশমিক ২২ শতাংশ ও কৃষিভিত্তিক শিল্প খাতে ১৩ দশমিক ৯৮ শতাংশ বিনিয়োগ প্রস্তাব এসেছে। বাকি ২২ দশমিক ৫৪ শতাংশ প্রস্তাব এসেছে বিভিন্ন শিল্প খাতে। কোনো শিল্পে বিনিয়োগ করার আগে বিনিয়োগ বোর্ডের নিবন্ধন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই নিবন্ধন নেয়ার পর তা স্থাপনে প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি বা সেবা পণ্য আমদানির অনুমোদন পান উদ্যোক্তা। প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সালের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) মোট ৪০২টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য নিবন্ধন করেছে। এর মধ্যে ৩৭৬টি স্থানীয় এবং ২৬টি বিদেশি। নিবন্ধন নথিতে উল্লেখ করা হয়েছে, এসব শিল্পপ্রতিষ্ঠান মোট ২১ হাজার ৬৯২ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে ৫৬ হাজার ২১৬ জনের কর্মসংস্থান হবে। স্থানীয় ৩৭৬টি শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধনে ২০ হাজার ৫৫৪ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। বিদেশি ২৬টির নিবন্ধনে বিনিয়োগ প্রস্তাব এসেছে ১ হাজার ১৩৮ কোটি ২৪ লাখ টাকার। এর আগের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৩৭২টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়; যারা প্রস্তাব করে ১৪ হাজার ৫৬২ কোটি টাকা বিনিয়োগের। সে সময় স্থানীয় ৩৩২টি শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধনে ১৩ হাজার ৭১৯ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব করা হয়। বিদেশি ৪০টির নিবন্ধনে বিনিয়োগ প্রস্তাব ছিল ৮৪৩ কোটি ২০ লাখ টাকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন