কর্পোরেট ডেস্ক : নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও পরিবেশবান্ধব স্থাপত্যের তথ্য ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আগামীকাল শুক্রবার রাজধানীতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ উদ্ভাবন ও উন্নয়ন প্রদর্শনী’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ প্রদর্শনীর পাশাপাশি ‘গ্রিন ইনভেস্টমেন্ট সামিট’ শীর্ষক সম্মেলনও হবে। ওই দিন প্রদর্শনীর উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রদর্শনীর আয়োজক ‘এক্সপোনেট এক্সিবিশন’-এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, সপ্তমবারের এ আয়োজনে স্থানীয় ১০০টি ও আন্তর্জাতিক ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২২০টি স্টলে বিদ্যুৎ সাশ্রয়ী শিল্প-কারখানার বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ার কন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব ভবন নির্মাণ যন্ত্রাংশ, অফিস ইন্টেরিয়র, হিট কন্ট্রোল প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ, বিল্ডিং অটোমেশনসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন