প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত ৮ বছরের সাফল্য জনগণের সামনে তুলে ধরার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সরকারের সফলতা তুলে ধরে তাদের অপপ্রচারের জবাব দিতে হবে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের গত ৮ বছরে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে। মন্ত্রণালয় ভিত্তিক এসব উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরুন। দেশের মানুষ যেন জানতে পারে সরকার গত ৮ বছরে কী করেছে।
তিনি আরও বলেন, প্রত্যেক মন্ত্রণালয়ের উন্নয়নভিত্তিক বই প্রকাশ করুন। নিজেরা প্রচার করুন এবং এমপিদেরও বই সরবরাহ করুন, যাতে তারাও প্রচার করতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন