শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এজলাসে আ’লীগ নেতার কান ধরে উঠবস!

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভিতরে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে চিৎকার করে আসামিকে হুমকি দেয়ার অপরাধে তাৎক্ষণিক এজলাসেই এক ব্যক্তিকে কান ধরে উঠবস করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও আগামী পৌরসভা নির্বাচনের নৌকা মার্কার মেয়র পদ প্রত্যাশী রুহুল আমিন একটি মামলার বাদী হিসেবে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। এ সময় তিনি এজলাসের ভিতরে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রকাশ্যে আসামিকে দেখে নেবেন বলে হুমকি দেন। বিষয়টি বিচারক মোঃ মোমিনুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি সঙ্গে সঙ্গে তাকে পাঁচ ঘণ্টা কোর্ট কাস্টডিতে হ্যান্ডকাফ পরিয়ে আটকে রাখার নির্দেশ দেন। এ সময় কাঠগড়ায় থাকা ওই আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বারবার ক্ষমা চাইলে বিচারক তাকে আটকে রাখার পরিবর্তে সেখানেই কান ধরে উঠবস করতে বলেন। এ সময় রুহুল আমিন তাৎক্ষণিকভাবে এজলাশের কাঠগড়াতে প্রকাশ্যেই কয়েকবার কান ধরে উঠবস করলে বিচারক তাকে মাফ করে দেন। রুহুল আমিন বাগাতিপাড়ার সোনাপাতিল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় নাটোর আদালত চত্বর ও বাগাতিপাড়া উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন