শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

কাতারে দুই দিনব্যাপী আবাসন মেলা শুরু আজ

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : আজ ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘রিহ্যাব হাউজিং ফেয়ার কাতার ২০১৬’। ‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’- এই ¯েøাগানকে প্রতিপাদ্য করে কাতারে এটাই রিহ্যাবের পক্ষ থেকে প্রথম আবাসন মেলা। কাতারের দোহায় এয়ারপোর্ট রোডের ক্রাউন প্লাজায় ২২ ও ২৩ জানুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। দোহায় সালিমার প্যালেসে রিহ্যাবের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান (ওভারসিস) শাকিল কামাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুজ্জামান। কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ মেলায় রিহ্যাবের সদস্য ছাড়াও আর্থিক প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ ২২ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন কাতারের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমদ। সভাপতিত্ব করবেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। মেলায় কো-স্পন্সর হিসেবে থাকছে সাতটি প্রতিষ্ঠান। মেলায় অ্যান্ট্রি এবং পার্কিং থাকছে সম্পূর্ণ ফ্রি। এ ছাড়া আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন