ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৪শ’রও বেশি ইরাকিকে দেশ ছাড়ার এক নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছে এক ফেডারেল বিচারক। এটিকে বলা হচ্ছে স¤প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বহিরাগতরা যে বিতাড়নের শিকার হচ্ছে তার বিরুদ্ধে ইরাকিদের প্রথম আইনি বিজয়। গত সোমবার এই আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জেলা জজ মার্ক গোল্ড স্মিথ। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন লইয়ার নামের একটি সংগঠন আদালতের কাছে ইরাকিদের নির্বাসন দেয়ার আদেশ স্থগিত করার আবেদন করেছিল। তারা যুক্তি দেখায়, এসব ইরাকিদের দেশে ফেরত পাঠানো হলে তারা সেখানে নির্যাতন, নিপীড়নের শিকার হবেন। কেননা ইরাকে তাদের উপজাতি এবং ধর্মীয় সংখ্যালগু হিসেবে গণ্য করা হয়। খবরে বলা হয়, ইরাকিদের দেশে ফেরত না পাঠানোর অনুরোধ করে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেন অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন লয়ার্স। আইনজীবীরা আদালতকে বলেন, ইরাকের এসব অভিবাসী জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় নিজ দেশে নির্যাতন ও হয়রানির শিকার হতে পারেন। যুক্তরাষ্ট্রের জেলা জজ মার্ক গোল্ডস্মিথ তাদের যুক্তি আমলে নিয়ে প্রত্যর্পণের আদেশ স্থগিত করে দেন। জজ মার্ক গোল্ডস্মিথ বলেন, আদালতের এই স্থগিতাদেশ প্রত্যর্পণের মুখে থাকা ইরাকিদের কেন্দ্রীয় আদালতে তাদের লড়াইয়ের সুযোগ দেবে। যুক্তরাষ্ট্র সরকার ইরাকিদের বিরুদ্ধে প্রত্যর্পণের আদেশ জারি করার পর আইনি সহায়তা পেতে চরম ভুগতে হয়েছে তাদের। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন