পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)কে একটি মাইক্রোবাস প্রদান করেছে। পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য (অর্থ) মোহাম্মদ মাহফুজুল হক ও সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) মোঃ মনসুর রেজা চৌধুরী, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, পূবালী ব্যাংক ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সাইয়েদ সাইফুল ইসলাম, ল্যাবরেটরি রোড শাখার ব্যবস্থাপক আনিসুল করিম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম পূবালী ব্যাংকের এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে দেশের বিজ্ঞান ও গবেষণার উন্নয়নে অন্যদেরও এগিয়ে আসার জন্য আহŸান জানান। পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাহিরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের জন্য পূবালী ব্যাংক একটি মাইক্রোবাস উপহার হিসেবে প্রদান করেছে। তিনি শিক্ষা ও গবেষণা খাতে পূবালী ব্যাংকের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে ভবিষ্যতেও ব্যাংকের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন