সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

আল কোরআন-আল হাদিস

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আল কোরআন

আল্লাহ মালিক
(তোমরা মুনাফিকরা) ঠিক তাদেরই মতো, যারা তোমাদের আগে পৃথিবীতে (প্রতিষ্ঠিত) ছিল, তারা শক্তিতে ছিলো তোমাদের চাইতে প্রবল, ধন-সম্পদ, সন্তানসন্তুতি তাদের তোমাদের চাইতে ছিলো বেশি; দুনিয়ার যে ভোগ-বিলাস তাদের ভাগে ছিলো তা তারা ভোগ করে গেছে, অতঃপর তোমাদের ভাগে যা আছে তোমরাও তা ভোগ করে (একদিন) চলে যাবে, যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করার ছিলো তা পূর্ণ করে (চলে) গেছে। তারা যেমন অর্থহীন কথাবার্তায় ডুবে থাকতো, তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো; এরা হচ্ছে সে সব লোক, দুনিয়া-আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, আর (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত।-সূরা আততাওবা, আয়াত : ৬৯

আল হাদিস
ইলম হাসিলের ফজিলত
হজরত আনাস ইবনে মালিক (রাদি.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিলের জন্য বের হয় সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। Ñতিরমিজি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন