সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


৫. ছারিয়্যা মাইফাআ
সপ্তম হিজরীর রমযান মাস
অপর এক বর্ণনায় জুহাইনা গোত্রের হারকাত শাখার লোকদের শিক্ষা দেয়ার জন্য পাঠানো হয় বলে উল্লেখ রয়েছে। এতে মুসলমানের সংখ্যা ছিলো একশত ত্রিশ। এরা শত্রæদের উপর একযোগে হামলা করেন। যারা মাথা তুলছিলো তাদেরই হত্যা করা হচ্ছিলো। এরপর ভেড়া ও বকরিসহ পশুপাল হাঁকিয়ে নিয়ে আসেন। এই অভিযানেই হযরত উছামা ইবনে যায়েদ (রা.) নুহায়েক ইবনে মারদাস নামক এক ব্যক্তিকে লা-ইলাহা ইল্লাল্লাহু বলা সত্তে¡ও হত্যা করেছিলেন। এ খবর শুনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, তুমি কেন তার বুক চিড়ে জেনে নাওনি, সে সত্য ছিলো, নাকি মিথ্যা ছিলো?

আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
দৈনন্দিন জীবনে ইসলাম
প্র:- নারী পুরুষের সম্মিলিত জামাআতে কাতার কোন তরতীবে করা হবে?
উ:- প্রথমে পুরুষদের কাতার। তারপর ছেলেদের কাতার, তারপর নপুংসকদের কাতার, তারপর মহিলাদের কাতার এবং সবশেষে বালিকাদের কাতার করা হবে।
প্র:- নামাযের মধ্যে কোন্ কাজগুলো ইমাম বাদ দিলে মুক্তাদীগণকেও বাদ দিতে হয়?
উ:- পাঁচটি কাজ। ১. দুই ঈদের অতিরিক্ত তাকবীরসমূহ, ২. প্রথম বৈঠক, ৩. তিলাওয়াতের সিজদাহ, ৪. সাহু সিজদাহ এবং ৫. দোয়ায়ে কুনূত।
প্র:- কোন্ কাজগুলোতে ইমামের অনুসরণ করতে হবে না?
উ:- ১. ইমাম যদি ঈদের নামাযের মোট ষোল তাকবীরের চেয়ে বেশি তাকবীর দিতে শুরু করেন।
২. জানাযার নামাযে চারের অধিক তাকবীর দিলে।
৩. রুক‚-সিজদাহ বেশি করে ফেললে।
৪.পঞ্চম রাকাতের জন্যে দাঁড়িয়ে গেলে।
এ সকল অতিরিক্ত কাজে ইমামের অনুসরণ করা যাবে না, বরং তাকে ‘আল্লাহু আকবার’ বলে সংশোধন করে দিতে হবে।
প্র:- কোন্ কাতারের মর্যাদা বেশি?
উ:- প্রথম কাতারের, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়। এমনিভাবে ক্রমাগত। কিন্তু জানাযার নামাযে এর সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পিছন দিকের মর্যাদা বেশি।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন