শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আল-আকসার গুরুত্বপূর্ণ নথি দলিল চুরি করেছে ইসরাইল

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পবিত্র আল-আকসা মসজিদের সম্পত্তি ও ব্যবস্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি ও দলিল চুরি করেছে ইসরাইল। জেরুজালেমে অবস্থিত মসজিদটির দেখভালকারী সংস্থা আল-কুদস ইসলামিক ওয়াকফ এই দাবি জানিয়েছে। সংস্থাটির প্রধান হাসান খাতের গণমাধ্যমকে জানান, গত ১৪ জুলাই মসজিদ পার্শ্ববর্তী স্থানে গুলিতে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ও তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর দখলদার কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়। আমাদের বিশ্বাস ওই সময়েই মসজিদ থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ সকল তথ্যাদি সরিয়ে ফেলা হয়েছে। খাত্তারের দাবি, ওই গোপনীয় দলিলাদির বেশিরভাগ ছিল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা সম্পর্কিত ও ধর্মীয় নানা গোপনীয় তথ্যাদিতে ভরপুর। তেল আবিব এসব তথ্যের অপব্যবহার করতে পারে বলে শংকা প্রকাশ করেন তিনি। এর আগে ইসরাইলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য নিহতের পর আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরাইল। এ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিভিন্ন নিরাপত্তা বেস্টনি ও মেটাল ডিটেক্টর গেইট বসিয়ে মসজিদ খুলে দেয় ইসলাইলি কর্তৃপক্ষ। তবে পঞ্চাশ বছরের নীচের কাউকে মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Nizam Uddin ২ আগস্ট, ২০১৭, ৯:৫৬ এএম says : 0
চোরের কাজইতো চুরি করা।
Total Reply(0)
Dr.sheikh Farid Ahammod ২ আগস্ট, ২০১৭, ১০:৪৫ এএম says : 0
দখলদারেরা তো চোরই হয়।
Total Reply(0)
Nadim ২ আগস্ট, ২০১৭, ১০:৪৬ এএম says : 0
Once a thief is always a thief.
Total Reply(0)
Kamal Pasha Jafree ২ আগস্ট, ২০১৭, ১০:৪৬ এএম says : 0
Jongi sontrasee chor ijrael nipat jak.
Total Reply(0)
Pappu Khan ২ আগস্ট, ২০১৭, ১০:৪৬ এএম says : 0
এদেরকে খতম করতে হবে।
Total Reply(0)
MOYUKH ২ আগস্ট, ২০১৭, ১:২৪ পিএম says : 0
ইসরাইল কোন রাষ্ট নয়।একটি দখলদার শক্তি।এদের হাত থেকে ফিলিস্তিনকে এবং আল আকসাকে মুক্ত করতে হবে। এর জন্য মুসলিমদের(মুসলিম বিশ্বকে) ধর্মযুদ্ধ(জিহাদ) করতে হবে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন