শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে জার্মানি : এরদোগান

সন্ত্রাসীদের কয়েক হাজার ফাইল পাঠানো হলেও সাড়া মেলেনি

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির বিরুদ্ধে সন্ত্রাসীদের লালন করার অভিযোগ এনেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেছেন, জার্মানির হাতে সন্ত্রাসীদের কয়েক হাজার ফাইল পাঠানো হয়েছে। সন্ত্রাসীদেরকে তুরস্কের হাতে তুলে দেয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তাতে সহযোগিতামূলক কোনো সাড়া দেয়নি জার্মানি। তুরস্কের আঙ্কারা থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, কৃষ্ণ সাগর পাড়ে রিজ প্রদেশে এক সম্মেলনে এরদোগান খুব স্পষ্ট ভাষায় বলেন, জার্মানি সন্ত্রাসীদের লালন করছে। আমরা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের কাছে ৪৫০০ ফাইল দিয়েছিল (সন্ত্রাসীদের)। কিন্তু তার একটি ফাইলেরও জবাব পাইনি। এ বিষয়ে বার বার তাদেরকে বলেও কোনো লাভ হয়নি। তবে তুরস্কের প্রেসিডেন্টের এ অভিযোগ অস্বীকার করেছে জার্মান সরকারের এক সূত্র। এমনিতেই জার্মানির সঙ্গে তুরস্কের বিরোধ রয়েছে। তার ওপর প্রেসিডেন্ট এরদোগানের এমন মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তেজিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত মাসে এক জার্মানসহ ১০ মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করে তুরস্ক। এর পর থেকে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। গ্রেপ্তারকৃত এসব ব্যক্তি তুরস্কের নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে তুরস্কের প্রসিকিউটররা। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
রাকিব ৯ আগস্ট, ২০১৭, ২:৩৬ এএম says : 0
সন্ত্রাসের বিরুদ্ধে মুসলমানদের এক হতে হবে।
Total Reply(0)
Mahadi Hasan ৯ আগস্ট, ২০১৭, ১১:২৮ এএম says : 0
বাপের বেটা এরদোগান। মুসলিমদের গর্ব।
Total Reply(0)
মো. উসামা বিন আজগর ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ পিএম says : 0
হে আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো এবং অমুসলিমদের প্রতি কঠোর হওয়ার তাওফিক দান করো।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন