শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

তালিবানরা মুক্তি দিয়েছে ২৩৫ গ্রামবাসীকে

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারিপল প্রদেশে পাঁচ দিন আগে অভিযানকালে তালিবানরা জিম্মি হিসেবে যে ২৩৫ গ্রামবাসীকে আটক করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা গত বুধবার এ কথা জানান। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাবি আমানি জানান, উপজাতিগুলোর প্রবীণ সদস্যের সঙ্গে আলোচনার পর তালিবানরা গ্রামবাসীদের মুক্তি দেয়। তবে, এরপরও অজ্ঞাত সংখ্যক বেসামরিক লোক তালিবানদের হাতে আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তালিবানদের দখল করা এলাকা থেকে পালিয়ে আসা বেসামরিক লোকজন মসজিদ বা তাদের আত্মীয়-স্বজনের বাসায় অবস্থান করছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন