শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় বার্নিকাট

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশের কৃষি ও তৈরি পোশাক খাতের অগ্রগতি প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুুম বার্নিকাট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার সকালে পঞ্চম ‘আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বার্নিকাট বলেন, বাংলাদেশ খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তন উন্নতির দিকে। বিশেষ করে কৃষি ও তৈরি পোশাক খাতে বাংলাদেশের উন্নতি প্রশংসনীয়।
তিনি বলেন, ব্যাংকিং খাত, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। এজন্য দেশের কর্মজীবীরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কারণ দেশের উন্নতির সঙ্গে এর চালিকাশক্তি বা কর্মীদেরও বিভিন্ন দিক থেকে উন্নতি করতে হয়। তিনি বলেন,  এখন সময় এসেছে দক্ষ হিউম্যান রিসোর্স সেক্টর ঢেলে সাজানো এবং বিশ্বমানের মানবসম্পদ জ্ঞান অর্জন করা। কারণ এর সঙ্গে দেশের জাতীয় উন্নয়ন অনেকাংশে নির্ভর করে।
আন্তর্জাতিক মানবসম্পদ এই সম্মেলনে তিনি বক্তব্যের শুরুতে নিজের পূর্ব কাজের বর্ণনা এবং অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, আমি আমার কাজের ক্ষেত্রে দেখেছি, মানবসম্পদ জ্ঞানের কোনো বিকল্প নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন