শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

রাওয়ালপিন্ডির বিশাল জনসভায় নওয়াজ শরিফ- জনগণের প্রতি গণতন্ত্র বাঁচানোর আহ্বান

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গণতন্ত্র বঁাঁচানোর জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদ থেকে লাহোর যাওয়ার পথে রাওয়ালপিন্ডিতে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে নওয়াজ বলেন, নিজের শাসনের সময়সীমা শেষ হওয়ার আগেই আমায় ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এ আর নতুন কী! পাকিস্তানে তো গত ৭০ বছর ধরেই চলে আসছে এই ইতিহাস। এখনও পর্যন্ত যার কোনও হেরফের হয়নি। তিনি বলেন, পাক প্রধানমন্ত্রীরা কখনও নিজেদের শাসনের সময়সীমা পূরণ করে উঠতে পারেননি। প্রায় প্রত্যেক প্রধানমন্ত্রীই গড়ে দেড় বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন। অনেককে জেলবন্দি হতে হয়েছে, কাউকে কাউকে তো ফাঁসিও দেয়া হয়েছে। অনেককে দ্বীপান্তরে পাঠানো হয়েছে। গণতন্ত্রকে বাঁচানোর জন্য জনগণের প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, শপথ নিন, নিজেদের প্রধানমন্ত্রীকে এ ভাবে অপমানিত হতে দেবেন না। নওয়াজের দাবি, এই নিয়ে তাঁর সঙ্গে তিন বার এমন করা হলো। তাই নির্বাচিত পরবর্তী প্রতিনিধির সঙ্গেও এমনটাই হতে পারে। সভায় জনগণের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, এটা কি আপনাদের ভোটের অপমান নয়? সুপ্রিম কোর্টের ভূমিকারও সমালোচনা করে তিনি জানান, দুর্নীতির কোনও অভিযোগ তো ছিল না। তাতেও তাঁকে কীভাবে ক্ষমতাচ্যুত করা হলো? এর পরেও তিনি বলেন, এটা ইতিহাসের হাতেই ছেড়ে দিলাম। জনসভায় জনগণের প্রতি তিনি বলেন, আপনারা কি কোর্টের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন? সমস্বরে উত্তর আসে, ‘না’। পরে নওয়াজ বলেন, প্রবল আপত্তি সত্তে¡ও তাঁকে সরানোর রায় মেনে নিয়েছেন। তবে প্রধানমন্ত্রিত্বে ফিরে যাওয়ার জন্য ইচ্ছুক নন তিনি। এবিপি, এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন