শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ব্যাংকের অর্থ চুরি সরকারের অবাধ লুণ্ঠনের দৃষ্টান্ত-বদরুদ্দীন উমর

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের শাসকদলের সরকার অর্থনীতির ক্ষেত্রে যে অবাধ লুণ্ঠন ও দুর্নীতির ধারা অব্যাহত রেখেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। গতকাল (শুক্রবার) সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি ওই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ অন্যরা এ ঘটনার দায়-দায়িত্ব এড়াতে পারেন না। তাদের এজন্য জবাবদিহি করতে হবে। বিবৃতিতে শাসকশ্রেণি কর্তৃক অর্থনীতির ক্ষেত্রে অবাধ লুণ্ঠন ও রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন