শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি মনে করছে প্রধান বিচারপতি তাদের ক্ষমতায় বসিয়ে দেবে -খাদ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:২৯ এএম

 স্টাফ রিপোর্টার, সাভার : দেশের সর্বোচ্চ বিচালয়ের কাধে ভর করে আবারো এক এগারোর মত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। 

এসময় তিনি আরো বলেন, ষোড়শ সংশোধনীতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধেও ইতিহাসের অপব্যাখ্যা দেয়া হয়েছে। ঠিক সেই মুহুর্তে বিএনপি প্রধান বিচারপতি এবং বিচারালয়ের কাঁধে ভর করে রাজনীতি করার চেষ্টা করছে। বর্তমানে বিএনপির প্রিয় পাত্র হয়ে গেছেন প্রধান বিচারপতি।
বিএনপি মনে করছে প্রধান বিচারপতি এবং বিচারালয় তাদের রক্ষা করবে এবং ক্ষমতায় বসিয়ে দেবে। কামরুল ইসলাম বলেন, বিচারাঙ্গনের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু এটা নিয়ে বিএনপি এবং তথাকথিত ব্যক্তিরা আজকে যেভাবে কথাবার্তা বলছে তা আরও উত্তেজনার সৃষ্টি করছে। এক এগারোর কুশলীরা আবারও সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, যুগ্ন-সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
S. Anwar ১৯ আগস্ট, ২০১৭, ১২:৩৫ এএম says : 0
লোকে বলে, "চোরের মনে পুলিশের ভয়"।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন