কর্পোরেট রিপোর্ট ঃ ২০১৬ ও ২০১৭ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার পূর্বানুমানের চেয়ে কিছুটা কম হতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অর্থনীতিকে আরো সুসংহত করতে আহŸান জানিয়েছেন তহবিলটির ফিন্যান্সিয়াল কাউন্সিলর হোসে ভিনালস। খবর রয়টার্স। হোসে ভিনালস বলেন, আগামী মাসে আমরা বসন্তকালীন বৈঠকে বসতে যাচ্ছি। সেখানে আমাদের পূর্বাভাস আরো কমানোর জোরালো সম্ভাবনা রয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা জানান। তিনি বলেন, এখনই উদ্যোগ না নিলে বিশ্ব অর্থনীতিকে অনেক মূল্য দিতে হবে। আমি মনে করি, প্রবৃদ্ধিকে গতিশীল করতে হলে নীতিনির্ধারকদের ব্যাপক ও সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। ভিনালসের এ মন্তব্য যেন আইএমএফপ্রধান ক্রিস্টিন লাগার্দের বক্তব্যকেই পুনর্ব্যক্ত করল। গত মাসে তহবিলটির ব্যবস্থাপনা পরিচালক লাগার্দে সতর্ক করে বলেন, নীতিনির্ধারকরা এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে বিশ্ব অর্থনীতি লক্ষ্যচ্যুত হয়ে পড়তে পারে। জানুয়ারিতে এক সংশোধিত পূর্বাভাসে আইএমএফ জানায়, ২০১৬ ও ২০১৭ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে যথাক্রমে ৩ দশমিক ৪ শতাংশ ও ৩ দশমিক ৬ শতাংশ। এর আগে অক্টোবরে তহবিলটির পূর্বাভাস ছিল, উভয় বছরেই শূন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি দেখা যেতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন